রোজই মাথা ব্যথা? পিছনে থাকতে পারে এই গুরুতর কারণ!
eisamay.com
প্রকাশিত: ২৭ মার্চ ২০২২, ১৯:৩৯
মাথা ব্য়থা (Headache) প্রায় সকলেরই হয়। জীবনে কোনও না কোনও সময় মানুষ এই সমস্যাতে পড়েন। আর যখন মাথা ব্যথা হয়, তখন কিছুই ভালো লাগে না। বিশেষজ্ঞরা বলছেন, মাথা ব্যথার পিছনে অনেক কারণ থাকতে পারে। আবার অনেক সময় মাথা ব্যথা নিজেও একটি রোগ হতে পারে। তাই প্রতিটি মানুষকে এই বিষয়টি নিয়ে হতে হবে সচেতন।
আসলে মাথা ব্যথা বলতে অনেক সময়ই গোটা মাথার ব্যথার কথা ভাবা হয়। যদিও বিষয়টা কিন্তু একেবারেই তা নয়। এক্ষেত্রে মাথার নির্দিষ্ট কিছু অংশে ব্যথা হয়ে থাকে। আবার অনেক সময় গোটা মাথাতেই ব্য়থা হয়। এবার মাথার কোথায় ব্যথা হচ্ছে, এই বিষয়টি থেকেও অনেক বিষয় পরিষ্কার হয়। তাই প্রতিটি মানুষকে নিজের মাথা ব্যথা নিয়ে সচেতন হতে হবে।