৫ টোটকা: পুরনো আমলের মনে হলেও এ কালের অভিভাবকদের কাজে লাগবে
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ২৭ মার্চ ২০২২, ১৯:০৩
সময়ের সঙ্গে অনেক সামাজিক ধারণাই বদলে যায়। ঠিক সে ভাবে বদলে গিয়েছে সন্তানকে বড় করার ধারণাও।
এই বদলের যেমন কিছু কিছু ইতিবাচক দিক রয়েছে, তেমনই এমন অনেক বিষয় রয়েছে যেগুলির বদল আদতে ক্ষতি করছে শৈশবের। বাবা-মায়ের সঙ্গে দু’দণ্ড আলাপচারিতা না হওয়া, নগর জীবনের ইঁদুর দৌঁড়, মোবাইলের বুঁদ হয়ে থাকার মতো বিষয় মোটেই ভাল নয় সন্তানের জন্য। এই ধরনের বিভিন্ন সমস্যা সমাধানে মুশকিল আসান হতে পারে কিছু পুরোনো দিনের টোটকা।
- ট্যাগ:
- লাইফ
- সন্তানের যত্নাদি
- ঘরোয়া টোটকা