কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


আবাসিকে গ্যাসের দাম কমাতে চায় বিইআরসি!

মিটার বিহীন আবাসিক গ্রাহকদের এতদিন (দুই চুলা) ৭৮ ঘনমিটার গ্যাসের বিল আদায় করা হলেও এবার ৬০ ঘনমিটার করার প্রস্তুতি চলছে। সে কারণে আবাসিকে দাম বৃদ্ধির পরিবর্তে কমে আসতে পারে বলে বিইআরসি সুত্র জানিয়েছে।

গ্যাসের দাম বৃদ্ধির গণশুনানিতে বিইআরসি কারিগরি কমিটি এমন সুপারিশ দিয়েছে। কমিটি বলেছে, একচুলা ৫৫ ঘনমিটার ও দুই চুলা ৬০ ঘনমিটার ভিত্তিমূল্য হওয়া উচিত। কমিটির ওই প্রস্তাবে গ্যাসের কোন কোম্পানিই আপত্তি করেনি গণশুনানিতে। যে কারণে মিটার বিহীন আবাসিক গ্রাহকের একচুলা ৫৫ ঘনমিটার ও দুইচুলা ৬০ ঘনমিটার নির্ধারণ করার বিষয়টি সময়ের বিষয় বলে মনে করা হচ্ছে।

আর যদি তাই হয়, তাহলে গ্রাহকের মাসে প্রায় সোয়া ২’শ টাকা বিল কমে আসবে। ৬ বিতরণ কোম্পানি মিলে ৩৫লাখ এমন মিটার বিহীন গ্রাহক রয়েছেন। তাদের কাছ থেকে যথাক্রমে মাসে একচুলা ৯৫০ ও দুই চুলা ৯৭৫ টাকা হারে বিল আদায় করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন