এবার ১৫ ইঞ্চি পর্দায় যাবে ম্যাকবুক এয়ার?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৫ মার্চ ২০২২, ২০:৪২
অ্যাপল ল্যাপটপের বেলায় বিশেষ অবস্থান রয়েছে ১৩ ইঞ্চি আকারের পর্দার। প্রো বা এয়ার সব শ্রেণির ল্যাপটপেই আছে এই মাপ। এখান থেকে বড় আকারে গেছে প্রো শ্রেণি আর ছোট আকারে গেছে এয়ার। এবার গুজব হচ্ছে, প্রথমাবারের মতো ১৫ ইঞ্চি আকারে আসতে পারে ম্যাকবুক এয়ার।
নতুন সংস্করণটি বাজারে দুটি আকারে আসতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
অ্যাপল ১৩ ইঞ্চির পাশাপাশি তাদের ল্যাপটপের ১৫ ইঞ্চি সংস্করণ নিয়ে কাজ করছে, যেটিতে খানিকটা বড় পর্দা থাকার সম্ভাবনা রয়েছে।-- বলছে ‘ডিস্প্লে সাপ্লাই চেইন কনসাল্টেন্ট’-এর প্রতিবেদন।
“২০২৩ সালের শেষ নাগাদ নতুন এ সংস্করণের বাণিজ্যিক উৎপাদন শুরু হতে পারে।”-- প্রতিবেদনটির বরাত দিয়ে বলছেন ‘টিএফ ইন্টারন্যাশনাল সিকিউরিটিস’-এর বিশ্লেষক মিং চি কুয়ো।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ১ সপ্তাহ আগে