কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাঙালির মুক্তির মার্চ মাস: প্রসঙ্গ মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু

বাংলা ট্রিবিউন ড. জেবউননেছা প্রকাশিত: ২৫ মার্চ ২০২২, ১৭:৩৯

বিশ্বায়নের এই যুগে পৃথিবী ক্রমেই নতুনরূপে উপস্থাপিত হচ্ছে। প্রায় সম্পূর্ণ নতুন আঙ্গিকে। বাংলাদেশের ক্ষেত্রেও এর কোনও ব্যত্যয় ঘটেনি। সময়ের দ্রুতগামিতার কারণে বিচিত্র মাত্রার আলোড়ন গতির ধারাবাহিকতাকে অনিশ্চিত করে তুলেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ উৎস থেকে উৎসারিত একটি দেশ। মুক্তিযুদ্ধ তার রক্ত সংকল্পের গর্বময় অঙ্গীকার। এই অঙ্গীকার যে কতটা মহান ও তাৎপর্যপূর্ণ তা কেবল প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধের সম্পৃক্ত ব্যক্তিবর্গের জানা, আর কারও নয়। তাই নানা বিভ্রমের কুয়াশায় মহান মুক্তিযুদ্ধের সেই স্বপ্ন ও আদর্শ আপাত চোখে ধূসর হয়ে গেছে। নতুন প্রজন্ম এই ইতিহাসকে তার সঠিক কৌণিকতায় চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে। কোনও কোনও শক্তি অতিরঞ্জন আর কোনও কোনও শক্তি আক্রমণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের শুদ্ধতম ধারণাকে পর্যুদস্ত করছে। এখন চাই ওই শুদ্ধতম ধারণাকে বলিষ্ঠতম কাঠামোর ইতিহাসে লিপিবদ্ধ করা। তাহলে তার পুনরুৎপাদনে মুক্তিযুদ্ধের সব সংকলন ও স্বপ্নকে বাস্তবে রূপায়িত করতে হবে। এটি হতে পারে নতুন নতুন পর্বে।


উৎসাহে ও উদ্দীপনায় নতুন সব ইন্ধন। গভীর নিষ্ঠা পেয়ে আমি অনুভব করেছি যে সব বিভ্রান্তিকে দূর করে আমাদের অহংকার সমৃদ্ধ এই ঐতিহ্যকে সুন্দরভাবে এবং স্থায়ীভাবে প্রতিষ্ঠিত রাখতে হবে। ক্ষুদ্র হলেও এই ধারণায় বিশ্বাস নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ে গবেষণায়  উদ্যোগী হয়েছি। বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু রচিত। প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা ছাড়াও এ দেশের প্রত্যেকটি মানুষকে আমি মুক্তিযোদ্ধা বলবো। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও