![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-03%252F1dfab65e-b533-4856-9bd5-f3c7dcc85aa0%252FBkash_Nogod.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
বিকাশ ও নগদের কিছু এজেন্ট নম্বরে মাসে লেনদেন জুয়ার ৯ কোটি টাকা
অনলাইন জুয়ার টাকা লেনদেনে ভাড়া খাটছে মোবাইল ব্যাংকিং কোম্পানি বিকাশ ও নগদের কিছু এজেন্ট নম্বর। ৫ হাজার টাকার কম লেনদেন হয়, এমন এজেন্ট নম্বর ১০ থেকে ১৫ হাজার টাকায় জুয়াড়ি চক্রের কাছে ভাড়া দিচ্ছেন এ দুই প্রতিষ্ঠানের কিছু অসাধু কর্মকর্তা।
এই অবৈধ কর্মকাণ্ডে ব্যবহৃত বিকাশ ও নগদের ১৩টি এজেন্ট নম্বরের সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রতিটি নম্বরে মাসে প্রায় ৯ কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। আর এই টাকা অবৈধ ব্যাংকিং চ্যানেলে রাশিয়া ও দুবাইয়ে পাচার হচ্ছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে জুয়ার টাকা লেনদেনে এসব নম্বর ব্যবহার করছে চক্রটি।