৩৭ বছর পর উইন্ডোজ ১-এর গুপ্ত ডায়ালগ উন্মোচন
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২৪ মার্চ ২০২২, ১১:৫৯
দীর্ঘ ৩৭ বছর পর উইন্ডোজ ১-এর ভেতরে একটি গুপ্ত ডায়ালগ উন্মোচন করেছেন এক ব্যবহারকারী। এটি অপারেটিং সিস্টেমের প্রথম সংস্করন; যা ১৯৮৫ সালের নভেম্বরে উন্মোচিত হয়েছিল।
লুকাস ব্রুকস এই উন্মোচনের বিষয়টি টুইটারে শেয়ার করেছেন। তবে এটি সফটওয়্যারের এমন কোনো অংশ নয় যা আপনি গতানুগতিক উপায়ে খুঁজে পাবেন।