You have reached your daily news limit

Please log in to continue


সানি লিওনকে যে কারণে ভয় পান বলিউড তারকাদের স্ত্রীরা

সানি লিওন নামটার সঙ্গে পরিচিত সারা বিশ্ব। বিখ্যাত পর্ন তারকা থেকে বলিউডে এসেছেন তিনি। দুই ক্ষেত্রেই সফল ভাবে কাজ করেছেন সানি। তবে বলিউডে অভিষেক হওয়ার আগে সানি পরিচিত মুখ হয়ে ওঠেন রিয়েলিটি শো ‘বিগ বস’-এর প্রতিযোগী হিসেবে। ২০১১ সালে শো-টির পঞ্চম আসরে ৪৯তম দিনে যোগ দেন তিনি। ৯১তম দিনে শো থেকে বেরিয়ে যান।

এর পরই শুরু বলিউডে পথচলা। বলিউডে পা রাখার পর পূজা ভাট্টের ‘জিসম-২’ সিনেমায় সুযোগ পান সানি লিওন। এরপর ‘জ্যাকপট’, ‘রাগিনী এমএমএস-২’, ‘এক পহেলি লীলা’, ‘রইস’সহ একাধিক সিনেমা থেকে আইটেম গান, মিউজিক ভিডিও, রিয়েলিটি শো করেছেন সাবেক কানাডিয়ান পর্ন তারকা। আর ফিরে তাকাতে হয়নি সানিকে। কাজের সুবাদে তিনি অনেকের ভালোবাসা যেমন পেয়েছেন, তেমন চক্ষুশূলও হয়েছেন।

তবে জানেন কি, সানি লিওনের সঙ্গে নিজেদের স্বামীদের কাজ করতে দিতে ভয় পান অনেক বলিউড অভিনেতার স্ত্রীই। কিন্তু কেন?

সেই কারণ জানলে আপনিও অবাক হবেন। বলিউডের বিবাহিত অভিনেতাদের স্ত্রীরা নাকি সন্দেহ করেন যে, তাদের স্বামীরা সানির সঙ্গে কাজ করলে অভিনেত্রীর রূপের কাছে তারা নিজেদের সঁপে দেবেন। এর ফলে চিড় ধরতে পারে তাদের দাম্পত্য জীবনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন