রাজ্যের সুনাম নষ্ট করতেই ১০ হত্যা, দাবি তৃণমূলের

প্রথম আলো পশ্চিমবঙ্গ প্রকাশিত: ২৩ মার্চ ২০২২, ২০:০১

পশ্চিমবঙ্গের বীরভূমের বকটুঁই গ্রাম এখন থমথমে। ১০ হত্যার ঘটনার পর গ্রামছাড়া হয়েছে গ্রামের মানুষ। অনেকে পালিয়ে গেছে। এ হত্যাকাণ্ডের পর শাসক তৃণমূল বলেছে, রাজ্য সরকারের সুনাম নষ্ট করতেই এ ঘটনা ঘটানো হয়েছে।


গ্রাম পঞ্চায়েতের তৃণমূল দলের উপপ্রধান ভাদু শেখ নিহত হওয়ার পর গত সোমবার রাতে ওই এলাকায় তাণ্ডব চালায় মৃত তৃণমূল নেতার অনুগামীরা। রাতেই ওই গ্রামের ১০টি বাড়িতে আগুন লাগায়। পুড়ে মারা যায় ১০ জন। এর মধ্যে রয়েছে দুই শিশু ও ছয় নারীর দেহ। পুলিশ আরও বলেছে, ঘটনার পর ওই এলাকা থেকে সন্দেহভাজন ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও