![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2022%2F03%2F23%2Fchandpur-d732eea465fac0b012721e19524baf52.jpg%3Fjadewits_media_id%3D782586)
সারাদেশের ঝুঁকিপূর্ণ নৌপথে ছোট লঞ্চ-স্পিডবোট চলাচল নিষিদ্ধ
দুর্ঘটনা এড়াতে আগামী সাত মাস সারাদেশের ঝুঁকিপূর্ণ নৌপথে এমবি-এসপিবি শ্রেণির লঞ্চ, স্পিডবোট ও যাত্রীবাহী ট্রলার চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বুধবার (২৩ মার্চ) বিআইডব্লিউটিএ’র বিশেষ বন্দর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নদী বন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক একেএম কায়সারুল ইসলাম।