কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পণ্যমূল্যের ঊর্ধ্বগতি অনেক অর্জন ম্লান করতে পারে

সমকাল গোলাম রহমান প্রকাশিত: ২৩ মার্চ ২০২২, ১২:২৫

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে চাকরি থেকে অবসরের আগে তিনি বাণিজ্য সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের দায়িত্ব পালন করা ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ষাটের দশকের শেষদিকে গোলাম রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিবিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন।


গোলাম রহমান: বিশ্বের অনেক দেশেই করোনা-পরবর্তী সময়ে মুদ্রাস্ম্ফীতি দেখা দিয়েছে। আবার সরবরাহ ঘাটতির কারণে আন্তর্জাতিক বাজারে কিছু পণ্যের দাম এখন বেশ চড়া। একই সঙ্গে পরিবহনের জাহাজ ভাড়া বেড়েছে। ডলার-টাকার মূল্যহারের অবমূল্যায়নে টাকার অঙ্কে আমদানিমূল্য বেড়েছে। শতাংশ হিসাবে আরোপিত শুল্ক্ক-করের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। ভোজ্যতেল, চিনি, ডাল, চালসহ অতিপ্রয়োজনীয় কিছু পণ্যের বাজার নিয়ন্ত্রণ করেছে মাত্র কয়েকটি আমদানিকারক, পরিশোধনকারী ও উৎপাদনকারী প্রতিষ্ঠান। ফলে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশের বাজারে তার প্রভাব পড়ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও