গ্রাহকের ২০ লাখ টাকা নিয়ে এনজিও উধাও

যুগান্তর সিংগাইর প্রকাশিত: ২২ মার্চ ২০২২, ১৮:১৬

মানিকগঞ্জের সিংগাইরে আত্মসেবা ফাউন্ডেশন নামের একটি ভুয়া এনজিও গ্রাহকের প্রায় ২০ লাখ টাকা নিয়ে উধাও হয়েছে। এ খবরে সিংগাইর পৌরসভার আজিমপুর মহল্লায় ওই এনজিওর কার্যালয়ে ভিড় করেছেন গ্রাহকরা। মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠাটির অফিসে গেলে তালা ঝুলতে দেখা যায়।


জানা গেছে, প্রায় ১৫-২০ দিন আগে সিংগাইর পৌর এলাকার আজিমপুর মহল্লার আবুল হোসেনের বাড়ির দোতলায় আত্মসেবা ফাউন্ডেশনের অফিসের জন্য ভাড়া নেন অজ্ঞাত ৫-৭ জন যুবক। ওই বাড়িতে আত্মসেবা ফাউন্ডেশনের নামে একটি সাইনবোর্ড টানিয়ে ঋণদানের নামে গ্রাহকদের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ শুরু করেন। এনজিওটি ঋণগ্রহীতাদের খুঁজে ১০ শতাংশ হারে অগ্রিম সঞ্চয় সংগ্রহ করে। এনজিওটি পুরো উপজেলা থেকে প্রায় ২০ লাখ টাকা সংগ্রহ করে। সোমবার সকালে অফিস তালা দিয়ে গ্রাহকের টাকা নিয়ে গোপনে পালিয়ে যায় তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও