১৫ হাজারের বেশি রুশ সেনাকে হত্যার দাবি ইউক্রেনের
গত এক মাসে রাশিয়ার ১৫ হাজারের বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেন। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। ওই বিবৃতিতে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত সৈন্যদের প্রাণহানি ছাড়াও রুশ সামরিক বাহিনীর ৫০৯টি ট্যাংক, এক হাজার ৫৫৬টি সাঁজোয়া যুদ্ধ যান ও ২৫২টি কামান ব্যবস্থাপনাও ধ্বংস করা হয়েছে।
যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেনের পক্ষ থেকে রুশ সেনা নিহতের দাবি করা হলেও বিস্তারিত কোনো তথ্য জানানো হয় না। আর যুদ্ধের কারণে আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষেও স্বাধীনভাবে তথ্য যাচাইয়ের সুযোগ নেই। রাশিয়া বরাবরই ইউক্রেনের দাবি অস্বীকার করে আসছে। গত ২ মার্চ এক বিবৃতিতে নিজেদের ৪৯৮ সেনা নিহতের দাবি করেছিল রাশিয়া।