প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিলেন মেয়র আরিফুল
সিলেট জেলা বিএনপির কাউন্সিলে সভাপতি পদে নির্বাচন থেকে নিজের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। দলের হাইকমান্ডের নির্দেশে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। আজ মঙ্গলবার (২২ মার্চ) সিলেট নগরের নয়া সড়কে মালঞ্চ কমিউনিটি সেন্টারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে মেয়র আরিফ বলেন, ‘দলের হাই কমান্ডের নির্দেশনার আলোকে আসন্ন সিলেট জেলা বিএনপির কাউন্সিলে সভাপতি পদ থেকে আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিতে আমি অকুণ্ঠভাবে ঘোষণা দিচ্ছি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রত্যাহার প্রসেঙ্গ তিনি বলেন, ‘মেয়র হিসেবে মহানগরের সমস্ত দায়িত্ব পালন করার পর সময় দেওয়াটাও একটা বিষয়। ’
দলের সিনিয়র হাই কমান্ডের নির্দেশ ছিল কিনা এমন প্রশ্নে বলেন, ‘দল যখন করি, দলের ভালোমন্দ, দলের হাইকমান্ড বলেন-আমাদের জন্য নির্দেশনা থাকে কোনটা দলের ভালো হবে, কোনটায় দলের মন্দ হবে। দলগতভাবে আমি বিএনপি করি, আমাদের একটা চেইন অব কমান্ড আছে। আমরা কমান্ডের বাইরে নয়। আমরা আদর্শের রাজনীতি করি, শৃঙ্খলার রাজনীতি করি। কাজেই দলের চেইন অব কমান্ড যখন নির্দেশ দেবে দলের যে কোনো কর্মী এটা মেনে নেবে, আমিও মাথা পেতে নিয়েছি। ’