কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাশিয়াকে নিয়ে ভারতের অবস্থান নড়বড়ে : বাইডেন

এনটিভি ইউক্রেন প্রকাশিত: ২২ মার্চ ২০২২, ১২:৪০

ইউক্রেনে রুশ বাহিনীর আগ্রাসন ঘিরে রাশিয়ার বিরুদ্ধে ভারতের অবস্থান কিছুটা নড়বড়ে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।


বাইডেন বলছেন, কোয়াড গ্রুপে থাকা দেশগুলোর মধ্যে শুধু ভারতই ইউক্রেনে রুশ বাহিনীর আগ্রাসন ঘিরে রাশিয়ার বিরুদ্ধে ‘কিছুটা নড়বড়ে’ অবস্থানে রয়েছে। কারণ, রাশিয়া ও পশ্চিমাদের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে ভারত।


কোয়াডের অন্য দেশগুলো হলো—যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া। তারা বিভিন্ন ক্ষেত্রে রাশিয়া বা দেশটির বিভিন্ন ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলেও ভারত এখন পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি। এমনকি, রাশিয়ার বিরুদ্ধে নিন্দাও জানায়নি তারা।


বাইডেন বলেছেন, ‘কোয়াডের মধ্যে জাপান ও অস্ট্রেলিয়ার প্রতিক্রিয়া অনেক কঠোর। পুতিনের আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়েছে তারা। এক্ষেত্রে শুধু ভারত ব্যতিক্রম ভূমিকা পালন করছে এবং তারা কিছুটা নড়বড়ে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও