কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


রেল পাচ্ছে ২০০ নতুন কোচ

‘মেয়াদোত্তীর্ণ’ পুরনো রেল কোচের জায়গায় যাত্রী পরিবহন আরও আরামদায়ক ও আধুনিকায়ন করতে রেলের বহরে আরও ২০০টি ব্রডগেজ কোচ সংগ্রহের প্রক্রিয়া আরেক ধাপ এগিয়েছে।

বেশ কিছু দিন থেকে বাংলাদেশ রেলওয়ে নতুন ২০০ কোচ সংগ্রহের চেষ্টা চালিয়ে আসছে।

এ জন্য ‘বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি ব্রডগেজ (বিজি) প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ’ শীর্ষক প্রকল্প মঙ্গলবার একনেকে উপস্থাপনের কথা রয়েছে।

এ বিষয়ে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য মো. মামুন -আল- রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশে সাধারণ মানুষকে উন্নত রেল যোগাযোগের সুযোগ বাড়াতে প্রকল্পটি প্রস্তাব করা হয়েছে। ইতোমধ্যে পরিকল্পনা কমিশনে প্রাথমিক মূল্যায়ন কমিটির (পিইসি) বৈঠক শেষে প্রকল্পটি মূল্যায়ন করে চূড়ান্ত অনুমোদনের জন্য একনেক সভায় উপস্থাপনের জন্য সুপারিশ করেছি।

“মঙ্গলবারের বৈঠকে প্রকল্পটি উপস্থাপন করার কথা রয়েছে।”

তিনি বলেন, দেশের যেসব অঞ্চলে ব্রডগেজ ও ডুয়েলগেজ লাইন নির্মিত হয়েছে, সেসব অঞ্চলে উন্নত যাত্রীসেবা নিশ্চিত করতেই প্রকল্পটি উপস্থাপন করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন