কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চীনে বিধ্বস্ত উড়োজাহাজের কারও বেঁচে থাকার লক্ষণ দেখছেন না উদ্ধারকারীরা

প্রথম আলো চীন প্রকাশিত: ২১ মার্চ ২০২২, ২২:১২

চীনের রাষ্ট্রীয় ইস্টার্ন এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ১৩২ জন আরোহী নিয়ে দেশটির দক্ষিণাঞ্চলে বিধ্বস্ত হয়েছে। আজ সোমবার চীনের গুয়ানসি অঞ্চলের উঝোউয়ের পাহাড়ি এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। সেটির ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। উদ্ধারকারীরা বলছেন, উড়োজাহাজের আরোহীদের কারও বেঁচে থাকার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।


উড়োজাহাজটি ১২৩ যাত্রী ও ৯ জন ক্রু নিয়ে সোমবার স্থানীয় সময় বেলা ১টা ১১ মিনিটে চীনের ইউনান প্রদেশের কুনমিং শহর ছেড়ে যায়। বেলা ৩টা ৫ মিনিটে সেটি হংকংয়ের সীমান্তবর্তী গুয়াংডং প্রদেশের গুয়াংঝু শহরে অবতরণের কথা ছিল।


বাণিজ্যিক ফ্লাইটের তথ্য সরবরাহকারী সুইডেনভিত্তিক ওয়েবসাইট ফ্লাইটরাডার-২৪-এর তথ্য অনুযায়ী, বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটি ছয় বছরের পুরোনো। কুনমিং ছেড়ে যাওয়ার পর সেটি ২৯ হাজার ১০০ ফুট উচ্চতায় উড়ছিল। এর মাত্র দুই মিনিট ১৫ সেকেন্ড পরই সেটি ৯ হাজার ৭৫ ফুট উচ্চতায় নেমে আসে। আরও ২০ সেকেন্ড পর উড়োজাহাজটি নেমে আসে ৩ হাজার ২২৫ ফুটে। এরপর সেটির অবস্থান শনাক্ত করা যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও