বাচ্চার ছোটোখাটো কাটা-ছড়া সারিয়ে ফেলুন ঘরোয়া উপায়েই

eisamay.com প্রকাশিত: ২১ মার্চ ২০২২, ১৬:১৬

বাচ্চারা হাঁটতে শিখলে প্রথম প্রথম পড়ে যেতে পারে। আর একটু বড় বয়ে খেলতে খেলতেও পড়ে গিয়ে বা আঘাত পেয়ে হাত অথবা পা কেটে-ছড়ে যেতে পারে। কিছু কিছু ক্ষত নিজে থেকে ঠিক হয়ে যায়। আবার কোনও কোনও ক্ষেত্রে কোনও মলম লাগিয়েই ক্ষত নিরাময় করে নেন সকলে। কিছু ঘরোয়া উপায় আছে, যার মাধ্যমে শিশুদের এই ছোটখাটো ক্ষত সারিয়ে তোলা যায়।


গোটা মেথি


অ্যানেসজেসিক ও অ্যান্টি ইনফ্লেমেটরি গুণের কারণে ব্যথা ও ফোলাভাব থেকে মুক্তি পেতে গোটা মেথি ব্যবহার করতে পারেন। এক কাপ জলে মেথি দানা দিয়ে, তা ফুটিয়ে নিন। ঠান্ডা হওয়ার পর তুলোর সাহায্যে বাচ্চাদের কেটে যাওয়া অংশ মুছতে থাকুন। তার পর সেই স্থানটি শুকিয়ে যেতে দিন। দিনে দুবার এমন করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও