ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজের জন্য ২২.৪ মিলিয়ন ডলার দাবি করেছে বাংলাদেশ
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে গত ০২ মার্চ ভোরে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ‘এমভি বাংলার সমৃদ্ধি’ নামে জাহাজটি ২৯ জন নাবিকসহ ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকা থাকা অবস্থায় রকেট হামলার শিকার হয়। হামলায় এক বাংলাদেশি নাবিক হাদিসুর রহমান নিহত হন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, হাদিসুর রহমান নিহতের ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বীমাকারীর কাছ থেকে ২২.৪ মিলিয়ন ডলার দাবি করেছে। ইউক্রেন সংকটে এটাই প্রথম দাবি করা বড় অংকের সামুদ্রিক বীমা। গত সপ্তাহে জাতিসংঘের শিপিং এজেন্সি কৃষ্ণ সাগর এবং আজভ সাগরে আটকে থাকা বাণিজ্যিক জাহাজ এবং ক্রুদের জন্য নিরাপদ করিডোর খোলার ঘোষণা দিয়েছিলো। তবে শিপিং ইন্ডাস্ট্রি ধারণা করছে এই অগ্রগতি কিছুটা ধীরগতিতে হবে।
সম্প্রতি আরো চারটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে রয়টার্স, যার মধ্যে একটি ইতোমধ্যেই ডুবে গেছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে ভ্রমণের জন্য বীমা প্রিমিয়াম বেড়েছে ১০০ শতাংশেরও বেশি। বীমাকারীরাও এসব দাবি গভীরভাবে পর্যবেক্ষণে রেখেছে।