কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছুটির দিনেও ৫৫ সহস্রাধিক টিকাদান

জাগো নিউজ ২৪ স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত: ১৯ মার্চ ২০২২, ১১:২১

করোনাভাইরাসের সংক্রমণ রোধে শুক্রবার (১৮ মার্চ) ছুটির দিনেও সারাদেশের বিভিন্ন কেন্দ্রে টিকাদান কর্মসূচি অব্যাহত ছিল। গত ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ৪০৬ জনকে টিকা দেওয়া হয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজ ৪ হাজার ৮১১ জন, দ্বিতীয় ডোজ ১৮ হাজার ৬৭০ জন ও বুস্টার ডোজ ৩১ হাজার ৯২৫ জন। শনিবার (১৯ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, চলমান টিকাদান কর্মসূচির আওতায় শুক্রবার (১৮ মার্চ) সারাদেশে টিকা নিয়েছেন ৫৫ হাজার ৪০৬ জন। এ নিয়ে দেশে মোট টিকা নেওয়ার সংখ্যা ২২ কোটি ৩১ লাখ ২৩ হাজার ৮৫০। এরমধ্যে প্রথম ডোজ ১২ কোটি ৬৩ লাখ ৫০ হাজার ৪১৭। দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার সংখ্যা ৯ কোটি ১০ লাখ ৩০ হাজার ৬৩৩ ও বুস্টার ডোজের সংখ্যা ৫৭ লাখ ৪২ হাজার ৮০০ জন। করোনা সংক্রমণ রোধে ২০২১ সালের ২৭ জানুয়ারি সরকারি উদ্যোগে বিনামূল্যে টিকাদান কার্যক্রম শুরু হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও