জুয়েলারি এক্সপো : তরুণ ব্যবসায়ীদের চোখে নতুন স্বপ্ন
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ জুয়েলারি এক্সপো ২০২২’। আর এ এক্সপোকে ঘিরে নতুন স্বপ্ন দেখছেন দেশের তরুণ ব্যবসায়ীরা।
শুক্রবার (১৮ মার্চ) জুয়েলারি এক্সপো ঘুরে দেখা গেছে এমনটাই। বিশেষ করে এ আয়োজন পণ্য রপ্তানির ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করছেন অনেক ব্যবসায়ী। ফলে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে নিজেদের পণ্য ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখছেন তারা।
এ বিষয়ে এক্সপোতে অংশ নেওয়া রাজধানীর তাঁতী বাজারের বাংলাদেশ ডাইস হাউজের স্বত্বাধিকারী রনি রায় বলেন, আমরা এক্সপোর জন্য চিন্তা-ভাবনা করেছিলাম আরও অনেক দিন ধরে। আমরা শুধু আমন্ত্রণ পাই বিভিন্ন দেশ থেকে। অথচ আমাদের ইচ্ছা ছিল যে আমাদের নিজস্ব ডিজাইন আছে, নিজস্ব প্রযুক্তি আছে, তাহলে আমরা কেন এক্সপোর্ট করতে পারছি না? বাজুসের বর্তমান সভাপতি সায়েম সোবহান আনভীর আমাদের জন্য যে উদ্যোগটা নিয়েছেন এবং তিনি যে আয়োজনটা আমাদের করে দিয়েছেন, এর ফলে আমাদের গোল্ড প্রোডাক্ট নিয়ে বিশ্বদরবারে আমরা একদিন অনেক বড় পরিসরে যেতে পারব।