মাত্র ৮ দিনের জন্য কেনা হচ্ছে ৪৪৭ কোটি টাকার ট্যাব!
অবশেষে শুরু হচ্ছে জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম। ‘জনশুমারি ও গৃহগণনা- ২০২১’ প্রকল্পের আওতায় আগামী জুন থেকে মাঠ পর্যায়ের কাজ শুরু হবে। চলবে মাত্র আট দিন। এবার এ কাজে প্রথমবারের মতো ট্যাব ব্যবহার করা হবে। এজন্য ৪৪৭ কোটি ৭৭ লাখ ৭৭ হাজার ৬৭০ টাকা দিয়ে কেনা হচ্ছে তিন লাখ ৯৫ হাজার ট্যাব। কিন্তু কাজ শেষে ট্যাবগুলোর কী হবে— প্রশ্ন উঠেছে সে বিষয়ে।
জানা গেছে, মূল উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) অনুযায়ী এবারের জনশুমারি ও গৃহগণনা ম্যানুয়াল বা আইসিআর পদ্ধতিতে করার কথা ছিল। সে অনুযায়ী সব জিনিসপত্রও কেনা হয়। কিন্তু প্রকল্প পরিচালক পরিবর্তন হওয়ার পর নতুন প্রকল্প পরিচালক এসে প্রকল্পটি ডিজিটালি করার উদ্যোগ নেন। ডিপিপি সংশোধন করে তাতে যুক্ত করা হয় ট্যাব। আগের কেনা জিনিসপত্র বাদ দিয়ে সিদ্ধান্ত হয় নতুন করে ট্যাব কেনার।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
প্রথম আলো
| বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)
৯ মাস আগে
কালের কণ্ঠ
| বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)
১ বছর, ৩ মাস আগে