কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ত্রি-রত্নের জোকস

দেশ রূপান্তর মাসুদ কামাল হিন্দোল প্রকাশিত: ১৬ মার্চ ২০২২, ১৫:০৮

জ্যোতিষী তত্ত্বে সংখ্যার একটি বিশেষ মূল্য ও তাৎপর্য রয়েছে। সারা বিশ্বে কমবেশি মানুষের মধ্যে সংখ্যাতত্ত্বের ওপর বিশ্বাস আছে। এ বিশ্বাসীরা ‘লাকি সেভেন’ ‘আনলাকি থার্টিন’সহ বিভিন্ন সংখ্যা বিশ্বাস করে এবং মেনেও চলে। সেভেন আর থার্টিন ছাড়া আরও একটি সংখ্যা মানবজীবনে জড়িয়ে আছে।


সেই সংখ্যা হলো আলোচ্য ‘তিন’ অর্থাৎ থ্রি। মানবজীবনে ৩-এর আধিপত্য বিরাজমান। এ বিশ্বে যত দ্বন্দ্ব-সংঘাত, যুদ্ধ-বিগ্রহের ঘটনা ঘটছে, তার পেছনে রয়েছে তিনটি কারণ এক. ক্ষমতার লিপ্সা, দুই. সম্পদ, তিন. নারী। বলা হয়ে থাকে নারীর মন, লন্ডনের আকাশ আর ক্রিকেটের ভাগ্য এই তিনকে নাকি বুঝে ওঠা ভার। পার্থিব জীবনে মানুষ কোনোভাবেই তিনকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে পারে না। উন্নতি প্রগতি বিচ্ছেদ ক্ষমতা কুসংস্কার জীবন ও মরণে প্রতিটি বাঁকে বাঁকে যেন ৩-এর ছোঁয়া। জোকস, নীতিকথামূলক গল্প বা ঘটনাগুলো কখনো কখনো এভাবেই শুরু হয়। তিন বন্ধু, তিন ব্যবসায়ী, তিন সামরিক অফিসার, তিন ডাক্তার বা তিন রাজনীতিবিদের জীবনের কোনো ঘটনা দিয়ে। এমন অসংখ্য জোকস ছড়িয়ে-ছিটিয়ে আছে সারা পৃথিবীতে। সেখান থেকে কয়েকটি জোকস তুলে ধরা হলো

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও