ইউক্রেনে রুশ হামলা : উচ্চ পর্যায়ের বৈঠকে বসছে চীন-যুক্তরাষ্ট্র

এনটিভি রোম প্রকাশিত: ১৪ মার্চ ২০২২, ১৪:২৫

চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা রোমে আজ সোমবার ইউক্রেনে যুদ্ধ নিয়ে বৈঠকে বসবেন। হোয়াইট হাউসের এক মুখপাত্র এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির বরাতে সংবাদ সংস্থা বাসস এ খবর জানিয়েছে।


এদিকে, যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে—ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়াতে চীন কোনো সহযোগিতা করলে দেশটিকে এর জন্য ভয়ংকর পরিণাম ভোগ করতে হবে।


জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এমিলি হর্ন রোববার এক বিবৃতিতে বলেছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এবং চীনের কমিউনিস্ট পার্টির প্রধান কুটনীতিক ইয়াঙ জিয়েচি দুদেশের চলমান প্রতিযোগিতার বিষয়ে এবং ইউক্রেনে রাশিয়ার হামলার আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা প্রভাব নিয়ে আলোচনা করবেন।


ইউক্রেনে রুশ হামলার সরাসরি নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে চীন। তবে, বেইজিং পূর্বাঞ্চলে ন্যাটোর সম্প্রসারণের নিন্দা করেছে এবং এ কারণে রুশ ইউক্রেন পরিস্থিতি সংকটে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও