![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2020%252F06%252F10%252F89aadec0a6116e80cde37c468eff8823-5ee059020628c.jpg%3Frect%3D0%252C56%252C800%252C420%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2022-01%252F18c58c05-9e66-46f3-8946-4437460f8f90%252FBanner_7814X143.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
সৌন্দর্য আর সুস্থতার জন্য অ্যালোভেরা
শীত চলে গেছে, এসেছে বসন্তের দিন। হাওয়া বদলের এ সময়ে শরীরেও দেখা দেয় নানা পরিবর্তন। ত্বক ও চুল হারায় তাদের নিজস্ব আর্দ্রতা। এক্ষেত্রে সৌন্দর্য ধরে রাখতে ব্যবহার করতে পারেন ঘৃতকুমারী বা অ্যালোভেরা।
ল্যাটিন শব্দ অ্যালোভেরা, বাংলায় এর নাম ঘৃতকুমারী। তবে, অ্যালোভেরা নামেই বেশি পরিচিত সাকুলেন্ট প্রজাতির এ উদ্ভিদ। কোষ্ঠকাঠিন্য দূর করতে, শরীরের অতিরিক্ত চর্বি কমাতে, ত্বক ভালো রাখতে এর নির্যাস শরবত হিসেবে খাওয়া ও ত্বকে ব্যবহার দুটোই দারুণ উপকারী।
ত্বকের সৌন্দর্যে
মিসরের লোককাহিনি থেকে জানা যায়, রানি ক্লিওপেট্রা তাঁর সৌন্দর্য রক্ষায় ঘৃতকুমারী ব্যবহার করতেন। ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে ত্বককে মসৃণ ও কোমল রাখতে আজকাল প্রসাধনী তৈরিতেও ব্যবহার করা হয় ঘৃতকুমারীর নির্যাস।
মেছতার দাগ দূর করতে
ঘৃতকুমারীর নির্যাসের সঙ্গে ভিটামিন-ই ক্যাপসুল মিশিয়ে ত্বকে আলতোভাবে ঘষতে পারেন। নিয়মিত এটি ব্যবহারে ধীরে ধীরে মেছতার দাগ কমে যাবে।
- ট্যাগ:
- লাইফ
- ত্বকের যত্ন
- অ্যালোভেরা
- চুলের যত্ন