কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সৌন্দর্য আর সুস্থতার জন্য অ্যালোভেরা

প্রথম আলো প্রকাশিত: ১৪ মার্চ ২০২২, ০৮:০৩

শীত চলে গেছে, এসেছে বসন্তের দিন। হাওয়া বদলের এ সময়ে শরীরেও দেখা দেয় নানা পরিবর্তন। ত্বক ও চুল হারায় তাদের নিজস্ব আর্দ্রতা। এক্ষেত্রে সৌন্দর্য ধরে রাখতে ব্যবহার করতে পারেন ঘৃতকুমারী বা অ্যালোভেরা।


ল্যাটিন শব্দ অ্যালোভেরা, বাংলায় এর নাম ঘৃতকুমারী। তবে, অ্যালোভেরা নামেই বেশি পরিচিত সাকুলেন্ট প্রজাতির এ উদ্ভিদ। কোষ্ঠকাঠিন্য দূর করতে, শরীরের অতিরিক্ত চর্বি কমাতে, ত্বক ভালো রাখতে এর নির্যাস শরবত হিসেবে খাওয়া ও ত্বকে ব্যবহার দুটোই দারুণ উপকারী।


ত্বকের সৌন্দর্যে


মিসরের লোককাহিনি থেকে জানা যায়, রানি ক্লিওপেট্রা তাঁর সৌন্দর্য রক্ষায় ঘৃতকুমারী ব্যবহার করতেন। ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে ত্বককে মসৃণ ও কোমল রাখতে আজকাল প্রসাধনী তৈরিতেও ব্যবহার করা হয় ঘৃতকুমারীর নির্যাস।


মেছতার দাগ দূর করতে


ঘৃতকুমারীর নির্যাসের সঙ্গে ভিটামিন-ই ক্যাপসুল মিশিয়ে ত্বকে আলতোভাবে ঘষতে পারেন। নিয়মিত এটি ব্যবহারে ধীরে ধীরে মেছতার দাগ কমে যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও