কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

Homemade Insecticides: সাধের গাছে পোকামাকড় বাসা বেঁধেছে? ঘরোয়া কীটনাশকেই দূর হবে সমস্যা

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৩ মার্চ ২০২২, ১৯:৪৭

সবুজের ছোঁয়ায় আমাদের মন স্নিগ্ধ হয়ে ওঠে। আমরা সব সময় সবুজের কাছাকাছি যেতে পারি না। সবুজকে নিজের কাছাকাছি রাখতে তাই বাড়ির অন্দরসজ্জায় গাছের ব্যবহার করি। ‘ইনডোর প্ল্যান্ট’ বাড়ি সাজানোর ক্ষেত্রে আলাদাই মাত্রা যোগ করে। তবে গাছ লাগিয়ে সার আর জল দিলেই হবে না, খেয়াল রাখতে হয় পিঁপড়ে ও পোকামাকড়ের দিকেও। এমন অনেক কীটপতঙ্গ আছে, যারা গাছের উপর আক্রমণ করে। ফলে সাধের গাছগুলি অকালেই মরে যায়। বাজারের কীটনাশকে রাসায়নিক থাকায় অনেকেই গাছের পরিচর্যায় এগুলি ব্যবহার করতে চান না। তাই আপনি চাইলে কিছু প্রাকৃতিক জিনিসের সাহায্যে এই সব পোকামাকড় দূর করতে পারেন।


নিম পাতা


কীটপতঙ্গ প্রতিরোধক হিসেবে নিম পাতার ব্যবহার করা যায়। এই ভেষজটির তিক্ত স্বাদ এবং তীব্র গন্ধ রয়েছে, যা গাছপালা থেকে পোকামাকড় দূরে রাখতে পারে। নিমপাতা শুকিয়ে গুঁড়ো করে তা গাছের গোড়ায় দিয়ে রাখুন। রাতে নিম পাতা জলে ভিজিয়ে রাখুন এবং পরের দিন সকালে সেই জল গাছে ছিটিয়ে দিন। গাছকে কীটপতঙ্গ থেকে বাঁচাতে নিমের তেলও ব্যবহার করতে পারেন। একটি পাত্রে তরল সাবান এবং উষ্ণ জল নিয়ে তাতে সামান্য নিম তেল ভাল করে করে মিশিয়ে নিন। এটি একটি স্প্রে-বোতলে ভরে ব্যবহার করুন। গাছের পোকামাকড় দূর হবে।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও