![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2022%2F03%2F13%2Fhrithik_roshan.jpg%3Fitok%3DkjlAykmc)
জুনে ‘কৃষ ফোর’ সিনেমার কাজ শুরু
বহু দিন ধরেই ‘কৃষ’ সিনেমার চতুর্থ কিস্তি ঘিরে চলছে জল্পনা। একাধিক সাক্ষাৎকারে ‘কৃষ ফোর’ যে তৈরি হবে, সে কথা জানিয়েছিলেন হৃতিক এবং এই সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির পরিচালক-প্রযোজক রাকেশ রোশন। এর পর আনুষ্ঠানিক ঘোষণা দেন স্বয়ং হৃতিক রোশন। নতুন খবর, ‘কৃষ ফোর’ সিনেমার কাজ শুরু হচ্ছে এ বছরই।
বিশেষ প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এ বছরের জুনে ‘কৃষ ফোর’ সিনেমার কাজ শুরু হচ্ছে। একটি সূত্র দৈনিকটিকে জানিয়েছে, কাস্টিংসহ ‘কৃষ ফোর’ সিনেমার যাবতীয় প্রস্তুতি শুরু হবে এ বছরের জুন থকে। সূত্রটি আরও জানিয়েছে, এ সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনও সিদ্ধান্ত হয়নি।
হৃতিক রোশন এখন ‘বিক্রম ভেদা’ সিনেমার শুট নিয়ে ব্যস্ত, এ সিনেমায় রয়েছেন সাইফ আলি খানও। ‘বিক্রম ভেদা’র শুট শেষ করে এ বছরের আগস্টে দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘ফাইটার’ সিনেমার শুট শুরু করবেন হৃতিক। টানা ১০০ দিন চলবে এ সিনেমার শুট, শেষ হবে ২০২২ সালের শেষের দিকে। খবরে প্রকাশ, ‘ফাইটার’ মুক্তি পাবে ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর।