![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_3%2Fpublic%2Fimages%2F2022%2F03%2F13%2Fsunny.jpg%3Fitok%3DbgGMHnAX%26timestamp%3D1647147818)
বিয়ের আয়োজনে নেচে মাতালেন সানি লিওনি
বাংলাদেশে এসেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সানি লিওনি। সঙ্গে তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার। গতকাল শনিবার (১২ মার্চ) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে অন্তর্জালে ছবি পোস্ট করে আলোচনার কেন্দ্রবিন্দুতে সানি লিওনি।
বিভিন্ন খবরে প্রকাশ, সানি লিওনির ঢাকা সফর পারিবারিক আয়োজন ঘিরে। গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক ও গায়ক, সুরকার, সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসের মেয়ের বিয়েতে যোগ দিতে স্বামীসহ ঢাকায় এসেছেন সানি লিওনি।
এর আগে টি এম রেকর্ডসের ব্যানারে তাপস-মুন্নী দম্পতির উদ্যোগে দুটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন সানি লিওনি। সেই সুবাদে তাঁদের মধ্যে দারুণ সম্পর্ক গড়ে ওঠেছে।
বিয়ের আয়োজনের একটি ভিডিও অন্তর্জালে প্রকাশ্যে এসেছে। সেখানে গায়িকা ঐশীর ‘দুষ্টু পোলাপাইন’ গানে নাচতে দেখা যাচ্ছে সানি লিওনিকে। সেখানে বেশ কয়েক জন তারকারও দেখা মিলেছে।