সরকার ৬৯১ কোটি টাকার তেল-চিনি-ছোলা কিনবে
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে সরকার ৬৯১ কোটি টাকার তেল, চিনি, ছোলা ও মসুর ডাল কিনবে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে এসব পণ্য কেনা হবে।
আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এসব পণ্য কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সরকার ৬৯১ কোটি টাকার পণ্যের মধ্যে রয়েছে ১ কোটি ৭১ লাখ ১৫ হাজার ৬৫২ লিটার সয়াবিন তেল, ১৪ হাজার টন চিনি, ১০ হাজার টন ছোলা এবং ১৯ হাজার ৫০০ টন মসুর ডাল। সভা শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ বিষয়ে বলেন, ক্রয় কমিটির অনুমোদনের জন্য ১৩টি প্রস্তাব উত্থাপন করা হয়েছে।