যে ৫টি কারণে সাবু মেয়েদের জন্য বিশেষ উপকারী
সাবুদানা বাঙালি বাড়ির বেশ জনপ্রিয় একটি খাবার। বিশেষত উপবাস ভঙ্গ করার সময় বা সকালের খাবার হিসাবে অনেকেই সাবু খেয়ে থাকেন। যাঁরা নিরামিষ খান তাঁদের মধ্যেও বেশ জনপ্রিয় সাবু। বিশেষজ্ঞরা বলছেন, সাবু শর্করা বা কার্বোহাইড্রেটের দারুণ একটি উৎস। কিন্তু তা ছাড়াও সাবুদানার রয়েছে হরেক গুণ, বিশেষত নারীর স্বাস্থ্যরক্ষায় বেশ কার্যকর এই খাবার।
১। ওজন বাড়াতে: সাবুদানা স্টার্চ জাতীয় শর্করার খুব ভাল উৎস। ওজন বৃদ্ধি করতে চান এমন ব্যক্তিদের ক্ষেত্রে সাবুদানা খুবই কার্যকর হতে পারে। অতিরিক্ত ওজন যেমন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তেমনই একেবারে ওজন কমে যাওয়াও সুস্থতার লক্ষণ নয়। স্নেহ পদার্থের সুষম বণ্টনে সহায়তা করে সাবু।
২। গ্লুটেনমুক্ত খাদ্য হিসাবে: সাবুর মতো গ্লুটেন বিহীন খাদ্য উপাদান প্রকৃতিতে বিরল। গ্লুটেন এমন একটি উপাদান যা কিছু কিছু মানুষের দেহে অ্যালার্জি সৃষ্টি করে। ফলে বর্তমানে অনেকেই গ্লুটেন মুক্ত খাবার খেতে চান। যেহেতু গম বা বার্লির মতো খাদ্যে গ্লুটেন থাকে, তাই তার বিকল্প হতে পারে সাবু।
- ট্যাগ:
- লাইফ
- স্বাস্থ্য উপকারিতা
- সাবুদানা