কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কিউলেক্স মশার উপদ্রব

যুগান্তর সম্পাদকীয় প্রকাশিত: ০৯ মার্চ ২০২২, ১০:৩৯

তাপমাত্রা বেড়ে যাওয়ায় রাজধানীসহ আশপাশের এলাকায় কিউলেক্স মশার উপদ্রব শুরু হয়েছে। কোনো কোনো এলাকায় মশার উপদ্রব এতটাই বেড়েছে যে, সেসব এলাকায় মশক নিধন কর্মীরা আদৌ কোনো দায়িত্ব পালন করছেন কি না, এ প্রশ্ন দেখা দিয়েছে।


সাধারণত লক্ষ করা যায়, মশার উপদ্রব বাড়লে সিটি করপোরেশনের তোড়জোড়ও বাড়ে। কিন্তু এখন সেটাও লক্ষ করা যাচ্ছে না। বস্তুত মশক নিধনের কাজটি বছরজুড়ে করা না হলে এর সুফল পাওয়া যায় না। রাজধানীর দুই সিটি করপোরেশনে প্রায় ৭৫০ কিলোমিটার বক্সকালভার্ট ও কাভার্ড ড্রেন রয়েছে, যেগুলোয় প্রচলিত পদ্ধতিতে মশার ওষুধ ছিটানো যায় না। পাশাপাশি প্লাস্টিক সামগ্রী, পলিথিন, ডাবের খোসাসহ বিভিন্ন আবর্জনায় রাজধানীর ড্রেনগুলো ভরাট থাকে; এতে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হয়।


এই জমাটবদ্ধ পানিতে কিউলেক্স বংশবিস্তার করছে। মশার এসব প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে কর্তৃপক্ষের জোরাল পদক্ষেপ কাম্য। মশক নিধনে রাজধানীর দুই সিটি করপোরেশনের পর্যাপ্ত অর্থ বরাদ্দ রয়েছে। তারপরও নগরবাসীকে মশার উপদ্রব সহ্য করতে হচ্ছে কেন-এ প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও