রুশ সামরিক যানবাহনে ‘জেড’ চিহ্ন কেন?
ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনে কয়েক হাজার সামরিক বাহন ব্যবহার করা হচ্ছে। দেশটির ভূখণ্ডে রুশ ট্যাংক ও সামরিক যানের উপস্থিতি খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এসব বাহনের সবগুলোতেই বাইরের অংশে ইংরেজি ‘জেড’ অক্ষর লেখা। এমনকি ইউক্রেনে অবস্থানরত রুশপন্থীরা ‘জেড’ চিহ্ন সংবলিত পোশাকের ব্যবহার করছেন।
এই ‘জেড’ চিহ্ন ব্যবহারের কারণ নিয়ে কৌতূহল ছড়িয়েছে পশ্চিমা সংবাদমাধ্যমে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ বিষয়ে আলোচনা করা হয়েছে। ডিজিটাল অনুসন্ধানকারীদের অনুমান, সিরিলিক বর্ণমালার পরিবর্তে রোমান অক্ষরে লেখা ‘জেড’ চিহ্ন মস্কোর পরবর্তী পদক্ষেপগুলো সম্পর্কে ইঙ্গিত বহন করতে পারে।