কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শিল্প খাতে ৪৪ শতাংশ নারী

কালের কণ্ঠ প্রকাশিত: ০৮ মার্চ ২০২২, ০৮:১৭

দেশে নারীর কর্মসংস্থান বাড়ছে এবং বিশেষ করে এটি হচ্ছে শিল্প খাতে। এই খাতে নারীর অংশগ্রহণ ৪৪ শতাংশ। সংখ্যার হিসাবে তা ২৪ লাখ চার হাজার ৬৭১ জন। এই নারীদের মধ্যে সবচেয়ে বেশি ৫৪.৯২ শতাংশ বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানে কাজ করছে।


সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘সার্ভে অব ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ’ (এসএমআই) নামের জরিপে উঠে এসেছে এই তথ্য। ২০১৯ সালে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে  প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। বিসিএস বলছে, শিল্পপ্রতিষ্ঠানে কর্মপরিবেশের উন্নতি ঘটছে দিন দিন। নারী শ্রমিকের কর্মসংস্থানেও এর ইতিবাচক প্রভাব পড়েছে। বড় আকারের শিল্প-কারখানায় পুরুষ শ্রমিকের তুলনায় এখন নারী শ্রমিকের সংখ্যাই বেশি। এ ধরনের কারখানার শ্রমিকদের প্রায় ৫৫ শতাংশ নারী। পাশাপাশি শিল্প-কারখানার স্থায়ী শ্রমিকের সংখ্যায়ও নারীরা পুরুষের তুলনায় এগিয়ে।


শিল্প-কারখানায় শ্রমিকদের ৫৯ শতাংশ স্থায়ী ভিত্তিতে কাজ করে। এই স্থায়ী শ্রমিকদের ৬৩.২৪ শতাংশই নারী। শিল্প খাতে নারীর অগ্রাধিকার তুলে ধরে বিবিএস বলছে, বড় শিল্পে নারী শ্রমিকের সংখ্যা বেশি হলেও অন্য শিল্প-কারখানায় এই হার বেশ কম। মাঝারি আকারের কারখানায় নারী শ্রমিক ২৬.৪৯ শতাংশ। ক্ষুদ্র কারখানায় ১৯.৯৯ শতাংশ। অতিক্ষুদ্র কারখানায় আরো কম। সেখানে ১৮.৯৯ শতাংশ নারী শ্রমিক কাজ করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও