শেষবারের মতো সময় পেলেন নাজমুল হুদা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৭ মার্চ ২০২২, ১১:৫৯
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) বিরুদ্ধে ঘুস দাবির মিথ্যা অভিযোগে মামলা করায় সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পাল্টা মামলায় চার্জগঠন শুনানির জন্য শেষবারের মতো সময়ের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৭ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল।
এদিন নাজমুল হুদা আদালতে উপস্থিত হন। এসময় নাজমুল হুদা চার্জগঠন শুনানি পেছানোর জন্য সময় প্রার্থনা করেন। অন্যদিকে, দুদক চার্জগঠন শুনানির জন্য প্রস্তুত ছিলেন।
উভয়পক্ষের শুনানি শেষে বিচারক শেষবারের মতো সময়ের আবেদন মঞ্জুর করে ৬ এপ্রিল চার্জগঠন শুনানির জন্য দিন ধার্য করেন। দুদকের আইনজীবী এম এ সালাউদ্দিন ইস্কান্দার কিং জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।