বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ
বেনাপোল শুল্কভবন কর্তৃপক্ষর দায়ের করা মামলা ও লাইসেন্স বাতিলের প্রতিবাদে বন্দর ব্যবহারকারী কয়েকটি ব্যবসায়ী সংগঠন কর্মবিরতির ডাক দেওয়ায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
রোববার সকাল থেকে বেনাপোল শুল্কভবন ও বন্দর গেইটের সামনে বন্দর ব্যবহারকারীরা অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।
সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের অভিযোগ, এক শ্রেণির ভারতীয় ট্রাক চালক দুদেশের চোরাকারবারিদের যোগসাজশে বৈধ পণ্যের ট্রাকে লুকিয়ে অবৈধ পণ্য নিয়ে আসে। যার দায় ভার বাংলাদেশি বন্দর ব্যবহারকারীদের উপর চাপানো হয়।
বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা বলেন, “ভারতীয় এক শ্রেণির ট্রাকচালক অর্থের লোভে দীর্ঘদিন ধরে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে বৈধ আমদানিপণ্যের সঙ্গে চোরাচালান সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ পণ্য পাচার করে আসছে।