You have reached your daily news limit

Please log in to continue


আইনের প্রয়োগ কম বাড়ছে যৌন নির্যাতন

বাবা দ্বিতীয় বিয়ে করার পর দাদিই ছিল ছোট্ট সুমাইয়ার একমাত্র ভরসা। ২০২১ সালের ১৯ জুন চিকিৎসা করাতে রাজশাহীতে যান দাদি। এ বেলায় নাতনিকে রেখেই যেতে হয়েছে। সেই রাতে বাবা আর সৎ মায়ের সঙ্গে রাতের খাবার খেয়ে দাদির কক্ষে ঘুমাতে যায় সুমাইয়া।

তবে নির্মাণাধীন হওয়ায় বাড়ির কোনো কক্ষেই দরজা ছিল না। রাত শেষে ভোরের আলো ফুটতেই বাড়ির লোকজন ১১ বছর বয়সী সুমাইয়ার দেখা না পেয়ে খোঁজ শুরু করেন। কিছুক্ষণ পর পাশের এক বাড়ির ছাদে মেলে সুমাইয়ার পোশাক আর অন্য বাড়ির ছাদে মেলে তার নিথর দেহ।

দুর্বৃত্তদের যৌন নির্যাতনের বলি হয়েছে সুমাইয়া। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ী ইউনিয়নে ললিত নগরের কোয়ার্টারপাড়া গ্রামে এর আগে এমন নৃশংস ঘটনা ঘটেনি বলে জানান সেখানকার বাসিন্দারা। সুমাইয়ার বাবা আনোয়ার হোসেন বলেন, 'কে বা কারা এমন ক্ষতি করল, আমরা কেউ কিছু বলতে পারি না।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন