চলতি মাসে মশার উপদ্রব বেড়ে যেতে পারে ৪ গুণ: গবেষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হঠাৎ মশার উপদ্রব বেড়েছে। আবাসিক হলগুলোতে মশার উপদ্রবের পাশাপাশি দিনের বেলায় ক্লাস-পরীক্ষায় অংশ নিতে গিয়েও শিক্ষার্থীদের সহ্য করতে হচ্ছে মশার কামড়। ফলে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের আতঙ্কে সময় কাটছে শিক্ষার্থীদের। এর মাঝেই মশার সংখ্যা চারগুণ বেড়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছেন গবেষকরা।
কীটতত্ত্ববিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশারের এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে চলতি মাসে মশার ঘনত্ব চরমে পৌঁছাবে। জরুরি পদক্ষেপ না নিলে তা চারগুণ বেড়ে যাবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, আবাসিক হলগুলোর আশপাশের এলাকাসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানের ড্রেন, ডোবা ও ঝোপঝাড় পরিষ্কার না করা এবং যত্রতত্র ময়লা-আবর্জনার স্তূপ থাকায় মশার প্রকোপ বেড়েছে। অন্যান্য বছরগুলোতে শীতের সময়ে ক্যাম্পাসে একাধিকবার মশক নিধন অভিযান চালানো হলেও এ বছর বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগ ছিল তুলনামূলকভাবে কম।
ফলে যত দিন যাচ্ছে তত মশার উপদ্রব বাড়ছে। খোলা জায়গাতেও ঝাঁকে ঝাঁকে উড়ছে মশা।