ঝটপট চিকেন চাপ তৈরির রেসিপি
চিকেন চাপ খেতে অনেকেই বিভিন্ন রেস্তোরাঁয় ভিড় জমান। লুচির সঙ্গে কিংবা শুধু চিকেন চাপ খাওয়ার মজাই আলাদা। তবে সব সময় তো আর বাইরে গিয়ে চিকেন চাপ খাওয়া সম্ভব নয়। তাই চাইলে ঘরেই তৈরি করতে পারেন মজাদার চিকেন চাপ।
তাও আবার রেস্তোরাঁর মতোই। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি- উপকরণ ১. আদা বাটা ১ টেবিল চামচ ২. রসুন বাটা ১ টেবিল চামচ ৩. লাল মরিচের গুঁড়া ১ টেবিল চামচ ৪. লবণ আধা চা চামচ ৫. বিটলবণ ১ চা চামচ ৬. চাপের মসলা ২ টেবিল চামচ৭. বেসন আধা কাপ৮. পানি ১ কাপ৯. তেল ভাজার জন্য ও১০. মুরগির বুকের মাংস ৪ পিস পদ্ধতি প্রথমে মুরগির মাংস লম্বা পাতলা করে কেটে নিন।
তারপর ১ পিস মাংসকে পাতলা করে ২-৩ পিস করে নিন। এরপর মাংসের পিসগুলো চাকুর উল্টো পিঠ দিয়ে একটু ছেঁচে নিতে হবে। তাহলে মাংসের মধ্যে মসলা ঢুকবে ও ভাজার সময় মাংস শক্ত হয়ে যাবে না। এবার পানি দিয়ে সব মসলা ও বেসন একসঙ্গে মাখিয়ে নিন। মসলা মাখানোর পর বেশ নরম হবে। এবার এই মাখানো মসলায় মুরগির মাংসগুলো মাখিয়ে মেরিনেট করে রাখুন ৪-৫ ঘণ্টা।