কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইউক্রেনে হামলা বন্ধের পক্ষে বাংলাদেশের ভোট দেওয়া উচিত ছিল

বাংলা ট্রিবিউন স্বদেশ রায় প্রকাশিত: ০৪ মার্চ ২০২২, ১১:৩২

১৯৮২ সালের পরে এই প্রথম ডাকা জাতিসংঘের জরুরি সভায় ৩ মার্চ ইউক্রেনে রুশ হামলা প্রশ্নে ভোটাভুটি হয়। এই ভোটে অবিলম্বে ইউক্রেনে রুশ সেনাবাহিনীর অভিযান বন্ধ ও তাদের প্রত্যাহার করার পক্ষে ভোট দিয়েছে ১৪১টি রাষ্ট্র। বিপরীতে রাশিয়া, সিরিয়াসহ মোট ৫টি রাষ্ট্র ভোট দিয়েছে। অপরদিকে চীন, ভারত, পাকিস্তান, আলজেরিয়া, এঙ্গোলা, কাজাখস্থান, মালি, দক্ষিণ আফ্রিকা, ইরাক এদের মতো ৩৫টি দেশের সঙ্গে বাংলাদেশও ভোটদানে বিরত ছিল।


যে ৩৫টি দেশ ভোট দেওয়ায় বিরত ছিল এদের অধিকাংশ দেশে হয় গণতন্ত্র নেই, না হয় দুর্বল গণতন্ত্র বা ধর্মীয় গণতন্ত্র। বাংলাদেশ সবসময়ই দাবি করে আসছে বাংলাদেশ তার গণতন্ত্রের ভিত মজবুত করে গড়ে তুলছে। আর তার ভিত্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ১৯৭২-এর সংবিধান। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল অন্য রাষ্ট্রের আগ্রাসন থেকে নিজের ভূখণ্ডকে মুক্ত করা। যে কাজে দেশের সব নাগরিক অস্ত্র ধরে ছিল। যার সঙ্গে ভিয়েতনামের মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে সে দেশের জনগণ যা করেছিল, এখন ইউক্রেনের রুশ হামলার বিরুদ্ধে সে দেশের জনগণ যা করছে– বাংলাদেশের জনগণ সেই কাজটিই ১৯৭১ সালে করেছিল। তাই যেকোনও রাষ্ট্র বা ভূমি আগ্রাসনের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান বাংলাদেশের জনগণ ১৯৭১ সালে রক্ত দিয়ে, জীবন দিয়ে ও অস্ত্র হাতে নিয়ে স্থির করেছে। বাংলাদেশে যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, ১৯৭১-এর জনগণের ওই অবস্থান স্বীকার করলে তাকে যেকোনও আগ্রাসনের বিরুদ্ধেই থাকতে হবে। আর তা করেছিলেন বঙ্গবন্ধু, তিনি সেদিন প্রবল প্রতাপে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে দাঁড়িয়ে যেমন ফিলিস্তিনিদের প্রতিরোধ বা মুক্তির যুদ্ধকে সমর্থন করেছিলেন, তেমনি সমর্থন করেছিলেন ভিয়েতনামিদের প্রতিরোধ বা মুক্তির যুদ্ধকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও