‘মা’ সিরিয়ালের সেই ঝিলিককে মনে আছে? এখন তিনি কাউন্সিলর
পশ্চিমবঙ্গের পুরসভা নির্বাচনে কার্যত ধূলিস্যাৎ বিজেপি। গোটা বাংলাতেই সবুজ ঝড়। সেই সবুজ আবিরে মাখামাখি ছোটপর্দার অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্যও। যিনি একসময় স্টার জলসায় প্রচারিত ‘মা’ সিরিয়ালে ‘ঝিলিক’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তিনি এবার তৃণমূলের হয়ে পুরভোটে লড়েছেন। জয়ও পেয়েছেন।
বুধবার পুরসভা ভোটের ফলাফল প্রকাশ হতেই জয়ের চওড়া হাসি শ্রীতমার মুখে। তৃণমূলের হয়ে প্রচারে বরাবরই শামিল হয়েছেন এই অভিনেত্রী। গত বছর আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন তিনি। ২০২২-এর পুরসভা ভোটের টিকিট মিলেছিল, জমিয়ে প্রচারও সেরেছিলেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৪ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে