নকল চোখের পাপড়ি লাগানো কি জায়েজ?

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৩ মার্চ ২০২২, ১২:০০

মেইকআপের ক্ষেত্রে অনেকেই নকল চোখের পাপড়ি পরতে পছন্দ করেন। এই নকল চোখের পাপড়ি পরিধান করলে মুহূর্তেই চোখের আবেদন সহস্র গুণ বাড়িয়ে দেয়। তবে প্রশ্ন হলো- নকল চোখের পাপড়ি পরিধান কি জায়েজ?


ইসলামি শরিয়তে পরচুলা লাগানো হারাম। বর্তমান সময়ের একদল ইসলামিক স্কলার বলেন, চোখে কৃত্রিম পাপড়ি লাগানো পরচুলা লাগানোর মতোই। কাজেই এটিও বৈধ হবে না। তাছাড়া এতে এক ধরনের ধোঁকার আশঙ্কা থাকে। আর ধোঁকা শরিয়তের দৃষ্টিতে হারাম।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও