এক দিনে রেকর্ডসংখ্যক ভিসা দিয়েছে সৌদি দূতাবাস

প্রথম আলো ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ০৩ মার্চ ২০২২, ০৮:১০

ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দাহিলান বলেছেন, গত ২৪ ফেব্রুয়ারি ঢাকায় সৌদি দূতাবাস ১২ হাজার ৩০০ ভিসা দিয়েছে, যা এ পর্যন্ত এক দিনে দূতাবাসের ভিসা ইস্যুর নতুন রেকর্ড। আর গত সপ্তাহে ঢাকায় সৌদি দূতাবাস ৩৮ হাজার ভিসা ইস্যু করেছে। গতকাল বুধবার দুপুরে তিনি তাঁর দপ্তরে দুই দেশের সম্পর্কের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।


মূলত সৌদি পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফর সামনে রেখে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ঈসা বিন ইউসুফ আল দাহিলান বলেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ ১৬ মার্চ ঢাকায় আসছেন। এ সময় তিনি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নেতৃত্বে প্রথম রাজনৈতিক সংলাপে অংশ নেবেন। বাংলাদেশ সফরের সময় তিনি সম্ভাব্য বিনিয়োগের ক্ষেত্রগুলো চিহ্নিত করার বিষয়ে আলোচনা করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও