৯ মিনিটে ফোন চার্জ করবে অপোর প্রোটাটাইপ প্রযুক্তি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০২ মার্চ ২০২২, ১৮:২৬

স্মার্টফোন চার্জিংয়ে সর্বোচ্চ গতির নতুন রেকর্ড গড়ছে অপো। ৪৫০০ মিলিঅ্যাম্প আওয়ার ব্যাটারি শূন্য থেকে একশ’ শতাংশে নিতে সক্ষম অপোর নতুন ২৪০ ওয়াট ‘সুপারকভক’ প্রযুক্তি।


চলতি ‘মোবাইল ওয়ার্লড কংগ্রেস’-এ ২৪০ ওয়াট ‘সুপারকভক’ প্রযুক্তির প্রথম প্রোটোটাইপ দেখিয়েছে অপো। এই প্রযুক্তি স্মার্টফোনের ৪৫০০ মিলিঅ্যাম্প আওয়ার ব্যাটারি অর্ধেক চার্জ করতে পারে সাড়ে তিন মিনিটে; অর্থাৎ, প্রতি চার থেকে পাঁচ সেকেন্ডে ব্যাটারি এক শতাংশ করে চার্জ হতে থাকে।


এই প্রযুক্তি সম্ভাবনাময় এবং আকর্ষণীয় মনে হলেও, ব্যাটারির সার্বিক স্থায়িত্বের উপর এর বিরূপ প্রভাবের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট আর্স টেকনিকা। তাই, এই প্রযুক্তির প্রতিশ্রুতি আর সংশ্লিষ্ট অনিশ্চয়তার মধ্যবর্তী পথ খুঁজে নিয়েছে অপো।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও