কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যুদ্ধের বিপক্ষে মানুষ

জাগো নিউজ ২৪ ড. মো. ফখরুল ইসলাম প্রকাশিত: ০২ মার্চ ২০২২, ০৯:৫৭

বিশ্ব নেতাদের যুদ্ধ থামানোর পথ খোঁজা শেষ না হতেই ইউক্রেনে রাশিয়ার সাঁড়াশি আক্রমণ শুরু হয়েছে। করোনা যুগের অবসান না হতেই ক্রেমলিনের আর তর সইলো না। ফেব্রুয়ারির ২৬ তারিখ ১৩৭ জন ইউক্রেনীয় সৈন্য নিহত ও ৩১৬ জন আহত হওয়ার খবর জানানোর সঙ্গে জানান দিয়েছিল তুমুল লড়াইয়ের ভয়াবহতা। যার শুরুটা এখন সাধারণ মানুষের দেশ ছেড়ে পালানো ও ধ্বংসস্তূপ তৈরি করছে।


ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর ভাষ্যে জানা গেছে, ইউক্রেনীয় সৈন্যের পাল্টা আক্রমণে ৪৫০ জন রুশ সেনার প্রাণহানির কথা। সাধারণ বা বেসামরিক মানুষ কতজন হতাহত হচ্ছে তার কোনো সঠিক খবর জানার চেষ্টা করতেই শোনা গেলো রুশরা ইতোমধ্যে ইউক্রেনে ৩৩টি বেসামরিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে এবং ছয় বছরের এত শিশুর মৃত্যুসহ হাজার হাজার বেসামরিক মানুষ হতাহত হয়েছে।


ইইউ বলেছে, যুদ্ধের কয়েক সপ্তাহে ৭০ লাখ মানুষ উদ্বাস্তু হয়ে পড়বে। রাজধানী কিয়েভসহ সারাদেশে বিস্ফোরণের পর বিস্ফোরণ ঘটছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও