You have reached your daily news limit

Please log in to continue


ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে বিকাশের মাধ্যমে উপবৃত্তি দেবে সরকার

দেশে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের উপানুষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে শিশুশ্রম নিরসনে বিকাশের মাধ্যমে বৃত্তি ও মেধাবৃত্তি বিতরণ করবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

এ লক্ষ্যে সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এই প্রকল্পের আওতায় এক লাখ শিশুকে এক হাজার টাকা করে মাসিক বৃত্তি, ১০ হাজার শিশু শ্রমিককে আত্ম-কর্মসংস্থানের জন্য এককালীন ১৩ হাজার টাকা সিডমানি বিকাশের মাধ্যমে বিতরণ করা হবে। উপকারভোগী শিশুরা তাদের অভিভাবকের বিকাশ অ্যাকাউন্টে আসা অর্থ বাড়তি কোন খরচ ছাড়াই ক্যাশ আউট করে নিতে পারবেন। এই প্রকল্পে ১১২টি এনজিও বাস্তবায়ন অংশীদার হিসেবে দায়িত্ব পালন করবে।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন