শিশুকে যেভাবে নিজের কাজে অভ্যস্থ করে তুলবেন
কালের কণ্ঠ
প্রকাশিত: ০১ মার্চ ২০২২, ১১:২৮
শিশুর বড় হওয়ার সময়ে তার নিজের কাজ নিজেকে করতে শেখাতে হবে। ঘরের নানা কাজেও তাকে সম্পৃক্ত করা গেলে সে স্বাবলম্বী হতে শিখবে। সানশাইন চাইল্ড ডে কেয়ার সেন্টারের পরিচালক ফারহানা আহমেদের সঙ্গে কথা বলে লিখেছেন আতিফ আতাউর। মিরপুর থেকে উত্তরায় ননদের বাসায় বেড়াতে এসেছিলেন জাকিয়া পারভীন।
সকালে ননদের তিন বছর বয়সী মেয়েকে একা ব্রাশ করতে দেখে ভালো লাগে তাঁর। ননদকে বলেন, ‘এইটুকু মেয়ে তোমার, আর নিজ থেকেই দাঁত ব্রাশ করছে। আমার ছেলেকে তো এখনো আমাদের দাঁত ব্রাশ করিয়ে দিতে হয়। অথচ দুজনের বয়স সমান। ’ ভাবির মুখে মেয়ের প্রশংসা শুনে হাসি ফোটে ননদের মুখে। অনেক পরিবারেই শিশুদের নিয়ে জাকিয়ার মতো অভিজ্ঞতা হয়। বয়স বাড়লেও অনেক কিছু নিজ থেকে করতে পারে না বা করতে চায়ও না।