
ইউক্রেন যুদ্ধের যে প্রভাব পড়বে উপমহাদেশে
রাশিয়ার ইউক্রেন আক্রমণের আশঙ্কা নিয়ে বেশ অনেক দিন ধরে জল্পনাকল্পনা ছিল। এ বছরের প্রথম দিকেই রাশিয়া এক লাখের বেশি সৈন্য ইউক্রেনের উত্তর ও পূর্ব সীমানায় মোতায়েন করেছিল। আর যুক্তরাষ্ট্র স্পষ্ট করেই বলেছিল, রাশিয়া হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে সেই হামলা ঠেকাতে কার্যকর কোনো কূটনৈতিক উদ্যোগ নেয়নি ইউক্রেন।
একইভাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শঙ্কা প্রকাশ করেও ইউক্রেনকে বাঁচানোর কোনো পদক্ষেপ নেয়নি। এখন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানিসহ কিছু দেশ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে অস্ত্র সহায়তার উদ্যোগ নিচ্ছে।