বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাওয়ার ব্যাংক
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৮
কাজের জন্য দিনের বেশিরভাগ সময়ই বাইরে থাকতে হয় আমাদের। এসময় ফোনের চার্জ বাঁচিয়ে রাখা কিন্তু খুবই মুশকিল। কারণ সময় পেলেই স্মার্টফোনের নানা অ্যাপে ঢুঁ মারতে ভোলেন না কেউ। তাই ফোনের চার্জ শেষ হয় খুব দ্রুত। ধরুন আশেপাশে ফোন চার্জ দেওয়ারও উপায় নেই। এক্ষেত্রে পাওয়ার ব্যাংক একমাত্র ভরসা।
আবার ধরুন লম্বা ট্যুরে গেলেন সেখানে ফোনের চার্জ দিতেও এটিই একমাত্র উপায়। স্মার্টফোন ব্যবহারকারীর প্রায় ৯০ শতাংশই পাওয়ার ব্যাংক ব্যবহার করেন। আচ্ছা বলুন তো, আপনার পাওয়ার ব্যাংক কত মিলিএম্পের? যেটাই হোক না কেন, তা নিতান্তই কম। খুব বেশি হলে একসঙ্গে দুটি ফোন চার্জ করতে পারবেন।