কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যত দোষ পুতিন ‘ঘোষ’?

প্রথম আলো এন এন তরুণ প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫০

‘যত দোষ নন্দ ঘোষ’—আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে আজকের আলোচনায় বিখ্যাত এই বাংলা প্রবাদটি ঋণ করতে হলো। শুধু ভ্লাদিমির পুতিন মাত্র নন, রাশিয়ার প্রেসিডেন্ট যে-ই হোন না কেন, তিনি যদি রাশিয়াকে তার হৃত গৌরব ফিরিয়ে আনার চেষ্টা করেন, স্বাধীনভাবে, নিজের মতো করে চলার চেষ্টা করেন, পশ্চিমা বিশ্বের তা পছন্দ হওয়া কথা নয়। বস্তুত, খবরদারি করার সুযোগ না পেলেই মার্কিনরা যেকোনো দেশের বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত হয়ে যায়; প্রমাণ কিউবা ও ভেনেজুয়েলা।


কিউবার কাস্ত্রো সরকারকে উৎখাত করার জন্য কিউবা থেকে পালিয়ে যাওয়া, দুর্নীতির দায়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা, সামরিক বাহিনীর লোক, আমলা ও বাতিস্তা সরকারে সুবিধাভোগী ধনিক শ্রেণি যুক্তরাষ্ট্রের মায়ামিতে আশ্রয় নেয়।


কিউবায় হামলা করার জন্য আলফা-৬৬, ওমেগা ৭, ব্রাদার্স টু রেস্কিউ, কিউবান আমেরিকান ন্যাশনাল ফাউন্ডেশন ইত্যাদি বিভিন্ন নামে সংগঠন পরিচালিত হয়েছে যুক্তরাষ্ট্রের আশ্রয়ে, অস্ত্রে, প্রশিক্ষণে ও অর্থ সাহায্যে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও