চারদিক দিয়ে ইউক্রেনে হামলা জোরদারের নির্দেশ রাশিয়ার
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪২
ইউক্রেনে চলমান সামরিক অভিযান আরও জোরদার করতে রাশিয়ার সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছে মস্কো। বেলারুশে আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর এই নির্দেশ দিল রুশ সরকার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এমনটি বলা হয়।
রুশ সেনাবাহিনীর মুখপাত্র ইগর কোনাশেনকভ এক বিবৃতিতে বলেন, ইউক্রেনীয় পক্ষ আলোচনা প্রক্রিয়া প্রত্যাখ্যান করার পরে, শনিবার সমস্ত ইউনিটকে অপারেশনের পরিকল্পনা অনুসারে সমস্ত দিক থেকে আগানোর আদেশ দেওয়া হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্খা স্পুতনিকের প্রতিবেদনে বল হয়, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিয়েভের সাথে আলোচনার প্রত্যাশায় গত শুক্রবার বিকেলে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান সাময়িকভাবে থামানোর নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ইউক্রেন সরকার কথা বলতে রাজি না হওয়ার পর গতকাল শনিবার বিকেলে অভিযান আবার শুরু হয়।